এই মুহূর্তে জেলা

নবগ্রামে বড়সড় মধুচক্রের আসর , হাতে নাতে ধরলো এলাকার মানুষ।

হুগলি , ১৫ জুলাই:- কোন্নগর নবগ্রামে মধুচক্র আটক চার।কোন্নগরের নবগ্রামে বড়সড় মধুচক্রের আসর। হাতেনাতে ধরলো এলাকার বাসিন্দারা। নবগ্রাম বি ব্লক এলাকার একটি গেষ্ট হাউসে বেশ কিছুদিন ধরে চলতো এই মধুচক্রের আসর। বুধবার এই গেস্টহাউসে আবার বহিরাগত যুবক যুবতীরা ভিড় করছে দেখতে পেয়ে পঞ্চায়েত ও পুলিশে খবর দেয় এলাকার বাসিন্দারা।এরপর কানাইপুর ফাঁড়ির পুলিশ এসে চারজন যুবক যুবতীকে আটক করে।পঞ্চায়েত থেকে গেস্টহাউসে তালা লাগিয়ে দেওয়া হয়।