এই মুহূর্তে খেলাধুলা

করোনাই কাল , জ্জ্বলন্ত দীপে আঁধার , সব্জি বিক্রেতা মোহনবাগানের স্টপার !!

সুদীপ দাস , ১০ জুলাই:- ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে এগিয়ে চলছিলো কোন্নগর বাঞ্ছারাম মিত্র লেনের দীপ বাগ। নিজের প্রতিভার জোরে সুযোগ করে নিয়েছিলো দূর্গাপুরের মোহনবাগন অ্যাকাডেমিতে। মাসিক ১ হাজার টাকা ভাতাও মিলছিলো । অনুর্দ্ধ-১৯ এ যথেষ্ট পারদর্শীতা রেখে এগিয়ে চলছিলো এই স্টপার। কিন্তু করোনার অতিমারিতে সমগ্র বিশ্বের সাথে সাথে লকডাউন নেমে এসেছে দীপের জীবনেও। রিক্সাচালকের একমাত্র ছেলে দীপের এখন মাঠে নয় , জ্জ্বলে থাকতে প্রতিনিয়ত অন্ধকারের সাথে লড়াই চালাতে হচ্ছে ফুটপাথে । লকডাউনের জেরে বন্ধ হয়েছে অ্যাকাডেমি। বন্ধ হয়েছে হাজার টাকা ভাতাও। আকাশে ওঠার সিঁড়ি হারিয়ে দীপ এখন মাটিতে। কোন্নগরে রাস্তার পাশে একটুকরো প্লাস্টিক পেতে অপটু হাতে সব্জি বিক্রি করেই সংসার চালাতে হয় উঠতি এই ফুটবলারকে। তবে এখনও ফুটবল প্রীতি এতটুকু কমেনি তাঁর। রোজ সকালে পাইকারী বাজারে যাওয়ার আগে নিয়ম করে ফুটবল অনুশীলন করে সে। আশা একদিন লকডাউন উঠবেই। লকডাউন উঠবে তাঁর জীবন থেকেও। সেদিন আবার ফুটবল পায়ে দাপিয়ে বেড়াবে মাঠ । সবুজ মাঠে জ্জ্বলে উঠবে দীপ !!