এই মুহূর্তে খেলাধুলা

চলতি বছরে আইলিগের আসর বসবে কলকাতাতেই।


স্পোর্টস ডেস্ক, ২২ জুলাই:- ২০২০-২১ আইলিগের আসর বসবে ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাতেই। তবে ফুটবল প্রেমীদের জন্য সেটা বোধ হয় সুখবর না বলাই ভালো। কারণ মাঠে উপস্থিত থেকে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন তাঁরা। তবে আইলিগ যে কলকাতার মাটিতে হচ্ছে সে ব্যাপারে লিগ কমিটির বৈঠকের পর সিলমোহর দিল AIFF। আপাতত অপেক্ষা রাজ্য সরকারের ছাড়পত্রের। AIFF এর সহ-সভাপতি সুব্রত দত্ত জানিয়েছেন, ‘ করোনা পরিস্থিতিতেও খেলাকে বাঁচিয়ে রাখতে আমরা চেষ্টা করছি। প্রত্যেক ফুটবলার এবং ফুটবলের সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষের সুরক্ষার দিকটি আমাদের খেয়াল রাখতে হবে।’ সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে দ্বিতীয় ডিভিশন আইলিগ।

তবে ক্লাবগুলো যাতে তাঁদের দল গুছিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পায় সেদিকটাও ভেবে দেখছে ফেডারেশন। প্রাথমিকভাবে এই টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে বেঙ্গালুরু। এদিকে বাংলায় আই লিগ অনুষ্ঠিত হওয়ার খবরে উচ্ছ্বসিত আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। আই লিগ আয়োজন করে বাংলা ফুটবলের অর্থনীতি ফের কিছুটা চাঙ্গা হবে বলে মনে করছেন তিনি। একইসঙ্গে রাজ্য সরকারের অনুমতি পেতে কোনওরকম সমস্যা হবে না বলেই মত তাঁর। ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এবিষয়ে একপ্রস্থ আলোচনা আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বারাসাত, কল্যাণী এবং কিশোর ভারতী স্টেডিয়ামকে পরিকল্পনার মূলে রাখা হলেও ৭-৮টি স্টেডিয়ামকে তৈরি করা হবে আই লিগের জন্য। আই লিগের জন্য কলকাতা চূড়ান্ত হয়ে গেলেও আইএসএল নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ফেডারেশন। উল্লেখ্য, কেরল এবং গোয়াকে আইএসএল আয়োজনের ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে বেছে নিয়েছে এআইএফএফ।