এই মুহূর্তে জেলা

করোনা যুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সমাজকর্মী। আমজনতার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হল ৪০০টি কাপড়ের তৈরি মাস্ক।দেওয়া হল স্যানিটাইজার।

হাওড়া , ১৪ জুন:- পুলিশের পাশেকরোনা পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনেরও পাশে এসে দাঁড়াচ্ছেন অনেক স্বেচ্ছাসেবী মানুষ। হাওড়ার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকায় পুলিশের হাতে স্যানেটাইজারের পাশাপাশি কয়েক’শ মাস্ক তুলে দেন সমাজসেবী মোহন বসু। শনিবার তিনি প্রায় ৪০০টি কাপড়ের তৈরি মাস্ক হাওড়া সিটি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার  (ট্র্যাফিক ) অশোক নাথ চ্যাটার্জি’র হাতে তুলে দেন। এই মাস্ক পুলিশের মাধ্যমে সাধারণ মানুষের হাতে বিলি করা হবে।

এর আগে লকডাউন চলাকালীন প্রায় প্রতিদিনই কোনও না কোনও খাদ্যসামগ্রী গরীব দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করেছিলেন তিনি। পুলিশ কর্মীদের সুরক্ষার কথা ভেবে শিবপুর থানার হাতে এর আগেও মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার তুলে দিয়েছিলেন তিনি। এবারও ফের এগিয়ে এলেন তিনি। এর আগে গত পয়লা বৈশাখের দিন তিনি সিটি পুলিশের হাতে ২০০ কেজি চাল, ১০০ কেজি আলু ও ২০ কেজি ডাল তুলে দেন।মোহনবাবু বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য। পুলিশ কর্মীরা যেভাবে সহযোগিতা করছেন পুলিশের কাজে এগিয়ে এসেছি। আমফানের পরেও প্রত্যন্ত এলাকায় মুড়ি, ত্রিপল পৌঁছে দেওয়া হয়েছে। পুলিশের মাধ্যমেই সাধারণ মানুষের হাতে এবার মাস্ক, স্যানিটাইজার তুলে দেওয়া হবে।