এই মুহূর্তে জেলা

করোনা ও আমফান জোড়া বিপর্যয়ের জের। হাওড়ায় নিকাশি নালা পরিষ্কারের কাজে এবার বিলম্ব।

হাওড়া , ১৪ জুন:- একে করোনা, তার উপর দোসর এবার আমফানের তান্ডব। এরফলে এবছর বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কারের কাজ শেষ করা যায়নি হাওড়ায়। এবার গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চালু হয় লকডাউন। লকডাউন চলাকালীন সময়ে নিকাশি নর্দমা সাফাইয়ের কাজে যুক্ত ঠিকাদাররা শ্রমিক না পাওয়ার কারণে কাজ বন্ধ ছিল। তারপর আমফানের দাপটে নর্দমাগুলো বেহাল হয়ে পড়ে। তারপরেও নিয়মিতভাবে প্রাক বর্ষার বৃষ্টিতে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে সমস্যা হচ্ছে বলে হাওড়া পুরসভা সূত্রে জানা গেছে। ৫০০ বছরের প্রাচীন হাওড়া শহরের নিকাশি ব্যবস্থা এমনিতেই পর্যাপ্ত নয়। ক্রমাগত জনসংখ্যা বেড়ে গেলেও তার সাথে পাল্লা দিয়ে পরিকাঠামোর বিকাশ ঘটেনি। এর ফলস্বরূপ যে নিকাশি নালা ৫০ বছর আগে সেই সময়ের জনসংখ্যার নিরিখে বানানো হয়েছিলো সেই নিকাশি নালা এখন কয়েক গুণ বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ সামলাতে গিয়েই সমস্যা বাড়ছে।

পুরসভা সূত্রের খবর, আমফানের পরে জমা জল বের করতে ৩০টিরও বেশি অস্থায়ী পাম্প শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছিল। বর্ষার সমস্যার কথা মাথায় রেখে সেগুলিকে সেখানেই রেখে দেওয়া হয়েছে। শহরের নিকাশি ব্যবস্থায় সাহায্যের জন্যে স্থায়ী মোট ৬টি পাম্পিং স্টেশন রয়েছে। বেশ কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে বর্ষার পরিস্থিতি সামাল দিতে পাম্প বসানো হয়েছে। তাছাড়া অতিরিক্ত ৩০টিরও বেশী অস্থায়ী পাম্প বসিয়ে প্রবল বৃষ্টির সময়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এখন শহরের এই মান্ধাতা আমলের নিকাশি ব্যবস্থার অমূল সংস্কারের প্রয়োজন রয়েছে বলে দাবি উঠেছে। বেশ কিছু এলাকায় স্থানীয় ওয়াটার ক্যাচমেন্ট নষ্ট হয়ে গেছে। যার ফলে জমা জল পাম্প করে বের করতেও বেশ সমস্যা হচ্ছে।