হুগলি , ৯ জুন:- করোনার জন্য প্রকাশে সভা করা যাবে না।তা বলে কি রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে না,একদমিই না। কারণ বছর ঘুরলেই রাজ্যে ভোট। তার আগে মাটি শক্ত করার জন্য করোনার মধ্যেই অনলাইনে ভার্চুয়াল সভা হয়ে গেলো অমিত শাহের।আজ সকাল ১১ টায় এই কর্মসূচি শুরু হয়।উপস্থিত ছিলেন রাজ্যের প্রত্যেকটি হেভিওয়েট বিজেপি নেতা থেকে নেত্রী রা। পিছিয়ে ছিলো না জেলার নেতা থেকে নেত্রী রা।হুগলীর শ্রীরামপুরে নিজের বাড়িতে জায়েন্ট স্কিন লাগিয়ে ভার্চুয়াল সভা দ্যাখার ব্যাবস্থা করেছিলো পরাগতরু মিত্র। শ্রীরামপুর মন্ডলের বিজেপি কর্মীরা মুখে মাক্স পরে সোশ্যাল ডিস্টেনসিং মেন্টেন করে সভায় অংশ গ্রহণ করেন।সভা শেষে পরাগতরু মিত্র বলেন করোনা ও আমফানের পরে সরকারের একটাই কাজ ছিলো ত্রাণ চুরি করা। কোথাও চাল চুরি তো কোথাও ডাল।মানুষ ক্ষেপে গেছে এই সরকারের বিরুদ্ধে।সামনেই বিধানসভা ভোট মানুষ এই চাল চুরির সরকারের বিরুদ্ধে প্রস্তুত আছে।
Related Articles
বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল পাঠাচ্ছে রাজ্য।
কলকাতা, ১৬ জুলাই:- বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার বিশেষ দল পাঠাচ্ছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা, সেচ, কৃষি দফতরের সচিব সহ শীর্ষ আধিকারিকরা ওই প্রতিনিধি দলে থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ওই প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন। তিনি বলেন, লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় নদী প্লাবিত হয়েছে রাস্তাঘাট ডুবে […]
জিএসটি পরিষদ বর্তমানে স্বৈরাচারী এবং সংখ্যাগরিষ্ঠদের মতে চালিত সংস্থায় পরিণত হয়েছে – অমিত মিত্র।
কলকাতা, ১৪ জুন:- এক সময় সর্বসম্মতির ভিত্তিতে পরিচালিত জিএসটি পরিষদ বর্তমানে স্বৈরাচারী এবং সংখ্যাগরিষ্ঠদের মতে চালিত সংস্থায় পরিণত হয়েছে। যেখানে বিরোধী মতামতকে কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র মন্তব্য করেছেন। নবান্নে আজ এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমলাতন্ত্রকে সমস্ত প্রধান কমিটির মাথায় বসিয়ে দেওয়ার ফলে পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা খর্ব […]
খরদায় বিজেপি প্রার্থীর প্রচার এর দিলীপ ঘোষ।
উঃ২৪পরগনা, ২৫ অক্টোবর:- খরদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় সাহার সমর্থনে আজ সকালে চা চক্রে যোগ দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এছাড়াও তার সাথে ছিলেন প্রার্থী জয় সাহা কলকাতা উত্তর শহরতলীর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মানুষ ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি কর্মী ও নেতৃত্ব এদিন দিলীপ ঘোষ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের তীব্র […]