এই মুহূর্তে জেলা

ডানকুনির এক বেসরকারি সংস্থার হাত ধরে আগামীদিনে জীবাণুমুক্ত হতে চলেছে সারা বাংলা।

চিরঞ্জিত ঘোষ, ৯ জুন:- ডানকুনি দিল্লি রোডের ধারে সানিটাইজ চ্যানেল বা গেট তৈরি করছে একটি কোম্পানি। করোনাতে বিপর্যস্ত দেশবাসী । এই সময় এই সময়ে মানুষজন নিজেদের এই ব্যাধির হাত থেকে রক্ষা করতে নানা ধরনের প্রতিষেধক ব্যবস্থা নিচ্ছেন। হ্যান্ড স্যানিটাইজার এর সঙ্গে সঙ্গে শরীর স্যানেটাইজ করা হচ্ছে বিভিন্ন জায়গায। এর জন্য প্রয়োজন স্যানেটাইজ চ্যানেল । চ্যানেলগুলি তৈরি করছে হুগলির ডানকুনির দিল্লি রোডের ধারে একটি কোম্পানি । কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে করোনার আবহে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান , সরকারি অফিস ,

পুলিশ স্টেশন শপিংমল প্রভৃতি জায়গায় মানুষকে প্রবেশের মুখে এই স্যানিটাইজ চ্যানেল পেরিয়ে তাদের প্রবেশ করতে হবে । বিজ্ঞানসম্মত ভাবে তাদের শরীরে প্রতিষেধক স্যানিটাইজার স্প্রে করার ব্যবস্থা থাকছে চ্যানেলটিতে। ইতিমধ্য পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবাংলার বাইরের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ত্রিপুরা প্রভৃতি জায়গা থেকেও এই চ্যানেল এর প্রচুর অর্ডার আসছে । আমাদের কর্মীরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে এগুলি তৈরি করছেন। ইলেকট্রিক পাম্প এর মধ্য দিয়ে লিকুইড প্রতিষেধক নজেল এর মাধ্যমে যিনি এই গেটের মধ্য দিয়ে যাবেন তার গায়ে স্প্রে করে তাকে জীবাণুমুক্ত করা হবে । কারখানায় প্রতিদিন ১০ থেকে থেকে ১২ টির মত গেট তৈরি হচ্ছে এবং তা বিপণনের জন্য বিভিন্ন স্থানে যাচ্ছে।