এই মুহূর্তে জেলা

অমিত শাহের ভার্চুয়াল সভায় ভিড় উপচে পড়লো শ্রীরামপুরে বিজেপি নেতা পরাগ মিত্রর বাড়িতে।

হুগলি , ৯ জুন:- করোনার জন্য প্রকাশে সভা করা যাবে না।তা বলে কি রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে না,একদমিই না। কারণ বছর ঘুরলেই রাজ্যে ভোট। তার আগে মাটি শক্ত করার জন্য করোনার মধ্যেই অনলাইনে ভার্চুয়াল সভা হয়ে গেলো অমিত শাহের।আজ সকাল ১১ টায় এই কর্মসূচি শুরু হয়।উপস্থিত ছিলেন রাজ্যের প্রত্যেকটি হেভিওয়েট বিজেপি নেতা থেকে নেত্রী রা। পিছিয়ে ছিলো না জেলার নেতা থেকে নেত্রী রা।হুগলীর শ্রীরামপুরে নিজের বাড়িতে জায়েন্ট স্কিন লাগিয়ে ভার্চুয়াল সভা দ্যাখার ব্যাবস্থা করেছিলো পরাগতরু মিত্র। শ্রীরামপুর মন্ডলের বিজেপি কর্মীরা মুখে মাক্স পরে সোশ্যাল ডিস্টেনসিং মেন্টেন করে সভায় অংশ গ্রহণ করেন।সভা শেষে পরাগতরু মিত্র বলেন করোনা ও আমফানের পরে সরকারের একটাই কাজ ছিলো ত্রাণ চুরি করা। কোথাও চাল চুরি তো কোথাও ডাল।মানুষ ক্ষেপে গেছে এই সরকারের বিরুদ্ধে।সামনেই বিধানসভা ভোট মানুষ এই চাল চুরির সরকারের বিরুদ্ধে প্রস্তুত আছে।