এই মুহূর্তে জেলা

কেন্দ্রীয় সরকারের জনদরদী প্রকল্পগুলি থেকে বঞ্চিত হছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দাবি বিজেপি কর্মীদের।

হুগলি , ৯ জুন:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়াল রালি মাধ্যমে পশ্চিমবঙ্গের আগামী ২১ এর বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি বাজিয়ে দিলেন। এদিন অমিত শাহ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের উপর তৃণমূল সরকার বঞ্চনা চালিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে । শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক মন্ডল কমিটির কর্মীরা অমিত শাহের এই ভার্চুয়াল আজকের ভার্চুয়াল রালিতে অংশ নেন । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাষণ এর শেষে স্থানীয় শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর এবং বিজেপি নেতা রাজেশ সিং অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মানুষের উপর তৃণমূল সরকার দমনমূলক আচরণ করছে।

কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সুযোগ-সুবিধাগুলো রাজ্য সরকার কে দায় তা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ফলে কেন্দ্রীয় সরকারের জনদরদী প্রকল্পগুলি থেকে বঞ্চিত হছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ । তিনি আয়ুষ্মান ভারত এর কথা উল্লেখ করে বলেন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প এ রাজ্যে চালু হতে দেয়নি যার ফলে স্বাস্থ্যব্যবস্থা থেকে এ রাজ্যের মানুষজন বঞ্চিত হচ্ছেন। তিনি আরো জানান আগামী ২০২১ এর নির্বাচনে তৃণমূল সরকারের এই সমস্ত দমন নীতির বিরুদ্ধে মানুষ রায় দেবে এবং এখানে বিজেপি সরকার গঠন করবে। এবং সেই বিজেপি সরকারের প্রথম কাজ হবে আয়ুষ্মান ভারত কে বাস্তবায়িত করা।