কোচবিহার,১ মে:- চিনের উহান থেকে আসা মারণ ভাইরাস করোনা যার তাণ্ডব সারা বিশ্বের পাশাপাশি এদেশেও। আর এই মারণ মহামারী করোনা ভাইরাসকে প্রতিহত করতে যখন প্রতিশোধক তৈরিতে ব্যস্ত বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরা ঠিক সে সময়ই করোনার হাত থেকে বাচঁতে “করোনা পুজো”-র আয়োজন করলেন একদল মহিলা। সোমবার এমনটাই দেখা গিয়েছে কোচবিহার জেলার দিনহাটা ব্লকের ১৬ নম্বর ওয়ার্ড। জানা গেছে, এদিন সকাল থেকে উপোস থেকে মাটি খুড়ে তাতে লাড্ডু, জবাফুল, লবঙ্গ দিয়ে পুজো দেয় বেশ কিছু মহিলা। ওই মহিলাদের দাবী পশ্চিমি রাজ্য গুলিতে কিছু মহিলারা এই পুজো উপাচার করে তাদের সোশ্যাল মিডিয়ায় পাঠিয়েছেন। যা দেখে তারাও এই করোনার করুনা পেতে, ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে সমাজের সর্বস্তরের মানুষের কল্যান কামনায় এদিন এই পুজোর আয়োজন বলে মহিলারা জানান।এক মহিলা জানান, দেশের সুস্থ কামনা করে আমাদের এই পূজা। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যাতে দেখা যাচ্ছিল কিছু মহিলা একটি ফাঁকা মাঠে গর্ত খুরে পুজা করেছিল। তারপর আমারও মহিলারা মিলে এই পূজা করবে বলে সিদ্ধান্ত নিলাম।