দিনহাটা, ১ জুন:- ফের আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিতাইয়ের থানার পুলিশ ওই এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেপ্তার করে। ধৃত ওই যুবকের কাছ থেকে পাওয়া যায় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ট কার্তুজ এবং একটি মোটর বাইক। ধৃত ওই যুবককে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা যায়, করোনা আবহে পুলিশ সহ অন্যান্য আধিকারিকরা ব্যস্ত থাকে। আর সেই আবহে এক যুবক আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন জায়গায় ঘুরে বেরাচ্ছে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সিতাই এলাকায় ওই যুবককে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ট কার্তুজ এবং একটি মোটর বাইক। ধৃত ওই যুবককে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন অপরাধ দমনেও পুলিশের ভুমিকা নিয়ে প্রশংসা স্থানীয়দের।