হুগলি, ১ জুন:- আনলক-1 এর প্রথম দিনেই সরকারি নির্দেশ মেনেই খুলে গেল পাণ্ডুয়ার সিমলাগড় কালী মন্দিরের দ্বার। লকডাউনের কারণে বন্ধ হয়েছিল এই মন্দির। পীঠস্থান না হলেও, সিমলাগড় কালীবাড়ি হুগলী জেলার সর্ববৃহৎ একটি ধর্মস্থান। এই মন্দিরে যেমন সমস্ত ধর্মেরই মানুষ আসে, তেমনই জাগ্রত মা হিসাবেই এখানে দেবী প্রতিমা ভক্তদের কাছে পূজিত। প্রথমেই মায়ের সামনে পুরোহিতরা যজ্ঞ করলেন বিশ্ব থেকে করোনা মুক্ত করার জন্য। বিশ্বাস এই যজ্ঞের ফলে, মা আবার বিশ্বে শান্তি স্থাপন করবে।