বারাসাত , ২৯ মে:- কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসাত। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বারাসাত কলেজে পরিযায়ী শ্রমিকদের করেন টাইন সেন্টার করা হবে। কিন্তু এই সিদ্ধান্তে ভীত স্থানীয় মানুষজন তাদের স্পষ্ট দাবি বহিরাগত শ্রমিকদের এনে করো না রোগ ছড়ানোর যাবেনা বারাসাতে আর এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বারাসাতে রাস্তা অবরোধ করে । সব বয়সের মানুষ পথে নেমে প্রতিবাদে সোচ্চার হোন ।অন্যদিকে বারাসাত পৌরসভার পক্ষ থেকে দাবি করা হয় যারা আসছেন তারা কেউ বহিরাগত নয় তারা এলাকার মানুষ স্থানীয় মানুষ যদি তাদের থাকতে না দেয় তারা যাবেন কোথায়।