হুগলি ,৩০ মে:-পুরির রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত হয়েছিলো আগেই,এবার মাহেশের রথযাত্রাও বন্ধ হলো। মাহেশের রথযাত্রা স্থগিতের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।আগামী ২৩ শে জুন ৮ই আষাঢ় রথযাত্রা উৎসব।পুরির পরেই ভারতের দ্বিতীয় প্রাচীন মাহেশের রথযাত্রা। এবার ৬২৪ বছরে পদার্পন করবে।করোনা মহামারী পরিস্থিতিতে সমস্ত ধর্মীয় উৎসব জমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ রথযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।বহু ইতিহাস জরিয়ে রয়েছে সুপ্রাচীন মাহেশের রথের সঙ্গে।আজ হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও মন্দিরের ট্রাস্টির সদস্য শ্রীরামপুর পুরসভার সঙ্গে বৈঠক করেন।সেখানেই জানানো হয় এবার রথ উৎসব হবে না।
প্রতিবছর হাজার হাজার মানুষের জমায়েত হয় মাহেশে।মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার দারু কাঠের মূর্তিতে পুজো দিতে ভীড় উপচে পরে ভক্তদের।মেলা বসে মাহেশ জগন্নাথ স্নানপিড়ির মাঠে।জমজমাট থাকে উল্টো রথ পর্যন্ত।এবার সরকারী নির্দেশে সেসব বন্ধ।তাই রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত।মাহেশ রথ ও জগন্নাথ মন্দিরকে ঘিরে পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়েছে।পূর্ত দপ্তরের আধিকারীকদের নিয়ে সেই কাজের অগ্রগতি ক্ষতিয়ে দেখেন জেলা শাসক।