এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পথসভা।


হুগলি , ১১ জুলাই:-মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ যাদবের তত্ত্বাবধানে এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রশাসক সদস্য মাননীয় সুবীর ঘোষের(ভাই দা) পরিচালনায় ও বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া কর্মসূচির মধ্যে ৬য় কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এর প্রচার এ এক পথসভা শেওড়াফুলি ৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সামনে(তেতুঁল তোলা) এর সামনে অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দিলীপ যাদব মহাশয়, হুগলি জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় ড: গোপাল রায় মহাশয় , বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রসাশক মাননীয় অরিন্দম গুই ,পৌর প্রশাসক সদস্য মাননীয় সুবীর ঘোষ(ভাই দা), কো অর্ডিনেটর মাননীয় অমৃত ঘোষ, বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাননীয় অপরূপ মাজি ,৪ নং ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি মাননীয় রাজু পরই, রবীন্দ্র পাস্বন সহ সকল নেতৃবন্দ ও কর্মীবৃন্দ।