স্পোর্টস ডেস্ক , ৬ অক্টোবর:- বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তে আইপিএল নিয়ে বেটিং চক্র সক্রিয় হওয়ার প্রমাণ পায় পুলিশ। পুতেনাহাল্লি, কোনানকুন্তে এবং বায়াতারায়ানপুর থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বা সিসিবি। ধৃতদের কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা এবং ছটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে খবর। অভিযুক্ত সন্দেহে বেঙ্গালুরু এবং মিরাট থেকে এক হোটেল ম্যানেজার সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। অন্যদিকে উত্তরপ্রদেশের মিরাটেও জাঁকিয়ে বসেছে আইপিএল বেটিং চক্র। গোপন সূত্রে খবর পেয়ে শহরের একটি হোটেল থেকে ম্যানেজার সহ পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশকিছু ল্যাপটপ এবং মোবাইল ফোল উদ্ধার করেছে পুলিশ। এই অপরাধের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আইপিএল বেটিং নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।