সোজাসাপটা ডেস্ক,১১ মে:- করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী দের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। প্রায় 6 ঘণ্টার এই বৈঠকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী রা বলার সুযোগ পেয়েছিলেন জানা গেছেপ্রায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী দের পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আটকে আছেন তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দীর্ঘ লক ডাউনে ধৈর্যহারা শ্রমিকরা ভারত বর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে দীর্ঘ পথ পেরিয়ে তারা পাড়ি দিচ্ছেন নিজের বাড়ির উদ্দেশ্যে ।এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য গুলি আর্থিক প্যাকেজের দাবি তোলেন বলে জানা গেছে। সরকারের মত যে সমস্ত মানুষ যেখানে আছেন তারা যেন সেই জায়গায় থাকেন কিন্তু দীর্ঘদিন আটকে পড়া মানুষেরা নিজেদের রাজ্যে ফিরতে চাইছেন, কিন্তু যেটা দেখতে হবে যে এর ফলে যেন গ্রামগঞ্জে না সংক্রমণ ছড়িয়ে না, পড়ে প্রধানমন্ত্রীর বলেন এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের দেশের প্রতিটি রাজ্য তারা নিজেদের মতো করে করোনা মোকাবেলায় চেষ্টা করছেন ,কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজ্যের সমস্ত সচিবদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন কিভাবে দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে সেই বিষয়গুলো তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। আজকের বৈঠকের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের প্রায় সমস্ত সদস্য এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Related Articles
হাওড়ার জগৎবল্লভপুরেও ঠাকুর ভাসান ঘিরে সংঘর্ষ, উত্তেজনা।
হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়া জগৎবল্লভপুরেও ভাসান ঘিরে সংঘর্ষ। দুই পাড়ার সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকা। অভিযোগ, স্থানীয় একটি বারওয়ারি পুজোর ভাসানের সময় ভাসানে নাচানাচি ও কোন পাড়ার লোক আগে যাবে তা নিয়ে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিছুক্ষণ পর প্রাথমিকভাবে তা থেমে গেলেও ভাসানের পর বাড়ি বাড়ি হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত […]
হাওড়ায় শালিমার স্টেশনের বাইরে গাড়ির পার্কিং জোনে দুষ্কৃতী হামলার ঘটনায় উত্তেজনা।
হাওড়া, ২৩ জানুয়ারি:- হাওড়ায় শালিমার স্টেশনের বাইরে পার্কিং জোনে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে, রবিবার ২৩ জানুয়ারি সকালে উত্তরপাড়ার এক বাসিন্দা তাঁর বাবা মাকে রিসিভ করতে অন্যান্য আত্মীয়দের নিয়ে শালিমার স্টেশনে যান। সেখানে পার্কিং জোনের বাইরে গাড়ি পার্ক করেন। সেই সময় কিছু স্থানীয় দুষ্কৃতী তার থেকে পার্কিং ফি দাবি করেন বলে অভিযোগ। অভিযোগ, তিনি […]
নবান্নের কাছে বালি বোঝাই লরি উল্টে দুর্ঘটনা।, চালক সহ আহত ৪।
হাওড়া, ২০ মার্চ:- সোমবার ভোরে নবান্নের কাছে কাজীপাড়া এবং টোলপ্লাজার সংযোগস্থলে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে রাস্তায় বালি পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দ্বিতীয় হুগলী সেতু ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহ সহ ট্রাফিক পুলিশের কর্মীরা। হাইরোড থেকে হাইড্রা এনে তার সাহায্যেই […]