কলকাতা, ২০ ডিসেম্বর:- সাইবার অপরাধ বিষয়ে জনগণকে সচেতন করতে কলকাতা পুলিশ ম্যাসকট আনতে চলেছে। ক্রিকেট ফুটবল প্রতিযোগিতায় যেমন মাসকট দেখা যায় তেমনি সাইব্রো নামের এই ম্যাসকট সাইবার অপরাধের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার জন্য ব্যবহার করা হবে। অফ লাইন বা অনলাইন সব ক্ষেত্রেই সাইব্রো কে দিয়ে বছর পর প্রচার চালানো হবে। এভাবেই নাগরিকদের সচেতন করার উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ।
উল্লেখ্য বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রতারকরা নানাভাবে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করছে একটু অসতর্ক হলেই ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করা হচ্ছে। এজন্য কিভাবে প্রতারকদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব সেই বিষয়েই সাইব্রোর মাধ্যমে প্রচার চালানো হবে বলে পদস্থ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। প্রসঙ্গত তাদের বক্তব্য ব্যক্তিগত তথ্য এবং ব্যাংক একাউন্টের ডিটেলস অপরিচিতদের হাতে তুলে দেওয়া উচিত হবে না। সোশ্যাল মিডিয়া ব্যবহারেও আরো সতর্ক হওয়ার জন্য জনগণকে পরামর্শ দিয়েছেন। এই সঙ্গে প্রতারিত হলে তাদের পুলিশের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।