এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক।

হুগলি , ১৬ আগস্ট:- মাঠে ফুটবল খেলার পর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর।বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার গৌরচন্দ্র ঘাটে।পুলিশ জানিয়েছে গঙ্গায় তলিয়ে যাওয়া কিশোরের নাম অসিতাঙ্গ মৈত্র(১৭)বাড়ি শ্রীরামপুরের চাতরায়।এ দিন বিকেলে চাতরার একটি মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল অসিতাঙ্গ।

খেলা শেষ করে বল নিয়ে বন্ধুদের সঙ্গে গঙ্গায় নামে।বল নিয়ে জলে খেলা করার সময় বল ভেসে দূরে চলে যায়।বল।আনতে গিয়েই অসিতাঙ্গ জল তলিয়ে যায়।গঙ্গার ঘাটে থাকা একজন কিশোর কে বাঁচানোর চেষ্টা করে।কিন্তু কিশোর সাঁতার না জানায় তলিয়ে যায়।পুলিশ এসে তল্লাসী চালালেও রাত পর্যন্ত কিশোরের খোঁজ মেলেনি।