এই মুহূর্তে খেলাধুলা

প্রিয়জনকে হারিয়ে চোখে জল বিরুষ্কার !

 

স্পোর্টস ডেস্ক,৬ মে:- করোনা পরিস্থিতিতে ভারত অধিনায়কের পরিবারে দুঃসংবাদ। প্রিয়জনকে হারালেন বিরাট কোহলি। রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তিনি। মন খারাপ অনুষ্কারও। লকডাউনে মাঝে এমন একটা দুঃসংবাদ আসবে বিরাট কোনও ভাবেই আন্দাজ করেননি। শেষ পর্যন্ত ১১ বছরের বন্ধুত্বের অবসান। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন বিরাট কোহলি। কারণ কোহলিকে ছেড়ে চলে গেল তাঁর প্রিয় পোষ্য কুকুর ‘ব্রুনো’। ভারত অধিনায়ক বিরাট কোহলির পশু প্রেম অজানা নয়। টুইটার, ইনস্টাগ্রামে চোখ রাখলেই পোষ্যের সঙ্গে কোহলির ছবি চোখে পড়বে। বাড়িতে পোষ্য পুষতে ভালোবাসেন কোহলি। সম্প্রতি চার্লি এনিমাল রেসকিউ সেন্টার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে ১৫টি পথকুকুরকে দত্তক নিয়েছেন বিরাট। তবে এই লকডাউনে নিজের বাড়ির পোষ্যকে অবশ্য হারাতে হল। সোশ্যাল মিডিয়ায় ব্রুনোকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন বিরাট। কোহলি ইনস্টাগ্রামে লিখলেন,”প্রিয় ব্রুনো, তোমার আত্মার শান্তি কামনা করি। ১১ বছর ধরে তুমি আমাদের ভালবাসা দিয়েছো। তবে তোমার সঙ্গে আমাদের সম্পর্ক সারাজীবনের। আশা করি তুমি ভাল জায়গাতেই গিয়েছ। ঈশ্বর যেন তোমার আত্মাকে শান্তি দেন।” কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও ‘ব্রুনো’র মৃত্যুতে শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। বিরাটের মত অনুষ্কাও পশুপ্রেমী। মাঝে মাঝেই ব্রুনোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যেত তাঁকে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.