এই মুহূর্তে জেলা

রোগীর কল্যানে এন,আর,এস মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন করা হলো ডা: সুদীপ্ত রায়কে।


তরুণ মুখোপাধ্যায়, ৭ সেপ্টেম্বর:- চিকিৎসা ক্ষেত্রে ঐতিহ্যবাহী কলকাতা নীলরতন সরকার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাথায় বসানো হলো প্রখ্যাত চিকিৎসক এবং শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়কে। কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এক নির্দেশিকায় এই খবর জানানো হয়েছে। প্রথিতযশা চিকিৎসক ডাক্তার সুদীপ্ত রায় চিকিৎসক মহলে অত্যন্ত পরিচিত মুখ। ভারতবর্ষের চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। এছাড়াও ডঃ বিধান চন্দ্র রায এর জন্মদিনে তার নামাঙ্কিত পুরস্কার তিনি পেয়েছিলেন ভারতের রাষ্ট্রপতির হাত থেকে।

আর জি কর মেডিকেল কলেজের এই প্রাক্তনী, চিকিৎসা ক্ষেত্রে যেমন যশস্বী তেমনি রাজনৈতিক ময়দানে সমান স্বচ্ছন্দ। কংগ্রেস প্রার্থী হিসেবে কলকাতার বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক হবার পর ঐতিহ্যশালী শহর শ্রীরামপুর কেন্দ্রের চার চারবারের বিধায়ক ডাক্তার বাবু। এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। তাঁর বিধানসভা এলাকার যেকোনো রকম সমস্যায় তিনি মানুষের পাশে থাকেন। তার মুকুটে নূতন এই পালক সংযোজিত হওয়ায় খুশি এলাকাবাসীরা। শ্রীরামপুর শহরবাসীর বক্তব্য আমরা ডাক্তারবাবু বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে তিনি আমাদের পাশে দাঁড়ান আমরা আশা করব তার এই নতুন দায়িত্বে আরো বেশি করে মুমূর্ষ মানুষরা চিকিৎসার প্রয়োজনে পরিষেবা পাবে।