এই মুহূর্তে খেলাধুলা

অনলাইনেই এবার জাতীয় ক্রীড়া পুরস্কারের মনোনয়ন জমা।

 

স্পোর্টস ডেস্ক,৬ মে:- লকডাউনের জেরে এবার জাতীয় ক্রীড়া পুরস্কারের মনোনয়নও নেওয়া হবে অনলাইনে ই-মেল মারফৎ। এমনটাই জানাল জাতীয় ক্রীড়া মন্ত্রক। কোভিড-১৯ মহামারীর কারণে দেশ জুড়ে লকডাউন হয়ে যাওয়ায় এই বছরের জাতীয় ক্রীড়া পুরস্কারের মনোনয়নপত্র নেওয়া এপ্রিল মাসের বদলে মে মাসে নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু লকডাউন পুরোপুরি এখনও ওঠেনি। যে কারণে ক্রীড়ামন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এ বারের মনোনয়ন নেওয়া হবে ই-মেলের মাধ্যমেই।ক্রীড়ামন্ত্রক মঙ্গলবার রাজীব গান্ধী খেলরত্নসহ একাধিক পুরস্কার ও সম্মানের জন্য বাছাই প্রক্রিয়া শুরু করার পথে হাঁটল। “কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে লকডাউন হয়ে যাওয়ায় মনোনয়নের হার্ড কপি বাধ্যতামূলক নয়। আবেদনকারী কর্তৃক যথাযথভাবে স্বাক্ষরিত এবং মনোনয়নের কর্তৃপক্ষের সুপারিশকৃত মনোনয়নের স্ক্যান কপিগুলি জমা দেওয়ার শেষ তারিখের আগে পাঠানো যেতে পারে,” ক্রীড়ামন্ত্রকের বিজ্ঞপ্তিতে এমনটাই লেখা হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ তিন জুন নির্ধারণ করা হয়েছে। “নির্ধারিত সময়ের পড়ে কোনও মনোনয়ন এলে তা গ্রহনযোগ্য হবে না।। মন্ত্রণালয় কোনও বিলম্বের জন্য দায়বদ্ধ হবে না,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উল্লেখ্য ক্রীড়াবিদদের অর্জুন এবং খেলরত্ন দিয়ে পুরস্কৃত করা হয়, যা দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। দ্রোণাচার্য কোচিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার, অন্যদিকে ধ্যানচাঁদ পুরস্কার আজীবন অবদানের জন্য দেওয়া হয়। খেলরত্ন ৭.৫ লক্ষ টাকা পুরস্কারের পাবেন এবং অর্জুন পুরস্কার প্রাপকরা পাঁচ লাখ টাকা করে পাবেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.