এই মুহূর্তে কলকাতা

আগামীকাল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের অনুমোদন পত্র তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে।

কলকাতা, ১৯ নভেম্বর:- রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আরও গতি সঞ্চারের উদ্দ্যেশ্যে এক লপ্তে প্রায় পাঁচ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। আগামীকাল কলকাতা সহ জেলায় জেলায় বিশেষ শিবির করে পড়ুয়াদের হাতে লোনের কাগজ পত্র তুলে দেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও তুলে দেওয়া হবে।ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক আড়াই হাজারেরও বেশি পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার অনুমোদন দিয়েছে। আরও কয়েকটি ব্যাংক খুব শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধছে বলে জানা গিয়েছে। কলকাতার পাশাপাশি জেলা ও মহানগর শিবিরের আয়োজন করা হচ্ছে।

বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে এই শিবির চলবে। ২০২২ সালের ১ জানুয়ারি শিক্ষার্থী দিবস উপলক্ষে ২০ হাজার ছাত্রছাত্রীকে এই ঋণের আওতায় আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই উদ্দেশ্যেই এ ধরনের ক্যাম্প আয়োজন করা হচ্ছে। নবান্ন সূত্রে খবর ইতিমধ্যেই আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক খুব শীঘ্রই রাজ্যের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া নিয়ে। তবে ইতিমধ্যেই মঞ্জুর আবেদনের থেকে বাতিল হওয়া আবেদনের সংখ্যা বেশি। যার জেরে মুখ্যসচিব ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি জেলায় অতিরিক্ত জেলাশাসকদের নেতৃত্বে একটি করে নজরদারি কমিটিকে গঠন করার। যে কমিটি মূলত নজর রাখবে যে আবেদনগুলি বাতিল হচ্ছে এবং যে কারণ দেখিয়ে ব্যাঙ্কগুলি আবেদনপত্র বাতিল করছে সেই কারণ যথাযথ নাকি।