এই মুহূর্তে কলকাতা

নির্বাচন মিটতেই রাজ্য প্রশাসনের শীর্ষ পদে রদবদল।


কলকাতা, ৫ মে:- নির্বাচন পর্ব মিটতেই রাজ্য সরকার রাজ্য প্রশাসনের শীর্ষ পদে কয়েকটি রদবদল করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন বীরেন্দ্র কে ডিজি পদে ফিরিয়ে আনা হয়েছে। কমিশনের নির্দেশে এই পদে থাকা নীরজনয়ন পান্ডেকে দমকলের ডিজি করা হয়েছে। উল্লেখ্য বীরেন্দ্র চলতি মাসেই কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করবেন। পাশাপাশি জাভেদ শামীমকে আবার এডিজি আইন শৃঙ্খলা পদে ফিরিয়ে আনা হয়েছে। তার জায়গায় থাকা জগমোহন কে এডিজি সিভিল ডিফেন্স করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।