হুগলি,৫ মে:- গিয়েছিলেন সাধারণ মানুষদের সমস্যা মহকুমাশাসকের কাছে তুলে ধরতে।কিন্তু সেই অভিযোগ করতে গিয়ে গ্রেফতার করা হলো বিজেপি কর্মীদের।কঠিন পরিস্থিতিতে বিদ্যুতের বিল মুকুব,রাজ্যর বিভিন্ন প্রান্তে রেশন দুর্নীতি সহ অন্যান্য বিষয় নিয়ে হুগলির শ্রীরামপুর এসডিও অফিসে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিজেপি কর্মীরা।মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ শ্রীরামপুরের মহকুমা শাসক এর দপ্তরে হাতে বিভিন্ন পোস্টারের কিছু বিষয় নিয়ে বসে পরেন তারা।এবং মহকুমাশাসক এলে তার কাছে অভিযোগ জানাতে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।এরপরই শ্রীরামপুর সাঙ্গঠনিক জেলার জেলা সভাপতি শ্যামল বোস, জেলা সাধারণ সম্পাদক অমানিশ আইয়ার সমেত মোট ৫ জনকে একসাথে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ।গ্রেফতার হওয়া জেলা সভাপতি শ্যামল বোস জানান ত তাদের তরফে করোনা সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ মেনেই এই কার্যসূচি পালন করা হচ্ছিল,বর্তমানে করোনা’র কারণে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব, করোনার সঠিক তথ্য প্রকাশ, সমস্ত মানুষের জন্য রেশন এর উপযুক্ত ব্যবস্থা করা, জাতি সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য কঠোর ভাবে লকডাউন-এর বিধি নিষেধ পালন করানোর ব্যবস্থা জানানো হয়েছে, এই অভিযোগ জানাতে গেলেই ওদের গ্রেফতার করা হয়।