সোজাসাপটা ডেস্ক,৪ মে:- অবশেষে খুলল মদের দোকান।ডোমজুর মাকরদহ এলাকায় বিকেল তিনটার সময় দোকান খোলে।আজ মদ পাওয়া যাবে এ খবর পেয়ে অনেক আগে থেকেই লম্বা লাইন পড়ে যায় দোকানের সামনে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পাল্লা দিয়ে। শেষ পর্যন্ত ভিড় সামাল দিতে লাঠি হাতে পুলিশকে নামতে হয় রাস্তায়।দীর্ঘদিন পর মদ পেয়ে খুশি ক্রেতারা। তবে গ্রামীণ এলাকায় কিছু দোকান খুললেও পৌর নিগম এলাকায় দোকান খোলেনি। কিন্তু দোকানে দোকানে দীর্ঘ এই লাইনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মদের দোকানের সামনে যেভাবে পাল্লা দিয়ে লাইন পড়েছে তাতে আদেও সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে। কারণ একাধিক জায়গায় ছবিতে দেখা গিয়েছে সামাজিক দূরত্ব কোনও পাঠ বালাই নেই। ফলে এই লাইন থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা সর্বাধিক। সেইসঙ্গে রেড জনের তালিকার সর্বোচ্চ স্থানে রয়েছে হাওড়া। ফলে আশঙ্কা বাড়ছেই। পূর্ব মেদিনীপুর এর নন্দকুমারে মদের দোকান খোলা নিয়ে উত্তেজনা। সোমবার সকালে মদের দোকানের সামনে রেশন দোকানের মতো লম্বা লাইন। চলছিল মদ বিক্রি।সকাল ১০টার বদলে বিকেল ৩ টেয় মদ দেওয়া হবে। কিন্তু খানিকক্ষন পরেই ফের নন্দকুমারের ওই মদের দোকানে ভিড় জমতে শুরু হয়। সরকারি নির্দেশিকা ও কোনওরকম সামাজিক দূরত্ব বিধির বালাই না করেই ওই ব্যবসায়ী মদের দোকান খুলে দেয় বলে অভিযোগ। ফলে এলাকাবাসী প্রতিবাদ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী।