এই মুহূর্তে জেলা

বেহাল পুর পরিষেবা, পথ অবরোধ করে বিক্ষোভ বেলুড়ে।


হাওড়া, ৬ মার্চ:- বেহাল পুর পরিষেবা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ হলো হাওড়ার বেলুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলুড়ের লালাবাবু শায়র রোড এলাকার বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েকদিন যাবৎ পর্যাপ্ত পানীয় জল মিলছে না। গরমের শুরুতেই এই নিয়ে সমস্যা বেড়েছে। এর প্রতিবাদেই শনিবার রাতে দীর্ঘক্ষণ অবরোধ হয়। পরে হাওড়া পুর প্রশাসকমন্ডলীর সদস্য রিওয়াজ আহমেদ সহ প্রশাসনের আধিকারিকরা সেখানে ছুটে যান। প্রতিশ্রুতি মেলায় অবরোধ তোলা হয়। রাতেই পুরসভার তরফ থেকে জলের গাড়ি পাঠানো হয়।

অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ হাওড়া পুরসভা সহ বালি পৌরসভা অভিবাবকহীন। নির্বাচন না হওয়ায় নির্বাচিত পুরবোর্ড নেই। ফল যা হবার তাই হচ্ছে। বালি পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরলে দেখতে পাওয়া যাবে নোংরা আবর্জনা ভর্তি। ঠিকমতো নর্দমা পরিষ্কার সহ রাস্তার ময়লা পরিষ্কার হচ্ছে না। কোথাও জলের পাইপ লাইন ফেটে নর্দমার জল প্রবেশ করছে খাবার জলে। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষ। প্রায় মাসখানেকের কাছাকাছি বেলুড় মঠ সংলগ্ন লালাবাবু শায়র রোড এলাকায় খাবার জল পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে যে জল সরবরাহ করা হচ্ছে তা ব্যবহারের উপযোগী নয়। এর প্রতিবাদেই ওই এলাকার বাসিন্দারা বেলুড় মোড়ে পথ অবরোধ করে আন্দোলনে নেমেছেন।