চিরঞ্জিত ঘোষ,৪ মে:- আগামী ২০ মে এ রাজ্যের অধিকাংশ পৌরসভা গুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবং নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে এই সমস্ত পুরসভা গুলিতে প্রশাসক বসার কথা। যে সমস্ত পুরসভা গুলির মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যে হুগলি জেলায় ১৩ টি পৌরসভা ও একটি পুরনিগম আছে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এইসব পুরসভার এলাকাগুলিতে কি ভাবে পুর পরিষেবা দেওয়া যাবে তাই নিয়ে চিন্তিত পুরবাসীরা। ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানালেন নিয়ম অনুযায়ী পুরসভা গুলির মেয়াদ শেষ হলে সেখানে প্রশাসক বসে। কিন্তু এই বিশাল সংখ্যক পুরসভা গুলিতে মেয়াদ শেষে প্রশাসক বসলেও মানুষ কতটা পরিষেবা পাবেন তাই নিয়ে অনেকেই চিন্তিত । পরিষেবা দেওয়ার জন্যই পৌর নির্বাচন ব্যবস্থা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন মানুষে কে পরিষেবা দেবার দেবার জন্য। এখন যারা নির্বাচিত প্রতিনিধি তারা যেমন সবসময় মানুষের আছেন যদি কাউন্সিলর পদ নাও থাকে তবুও আমরা মানুষের পাশেই থাকব আর যিনি প্রশাসক বসবেন তার সঙ্গে সহযোগিতা করে পরিসেবা দেওয়ার কাজে আমরা নিজেদের নিয়োজিত করব । আমরা আশা করব সরকার সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন। অন্যদিকে রিষড়া পুরসভার কাউন্সিলর মনোজ গোস্বামী জানালেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। তাঁর কাছ থেকেই শিখেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমরা চিরদিন সেই কাজই করে যাব । আর এই বর্তমান পরিস্থিতিতে পৌরসভার গুলির মেয়াদ শেষে প্রশাসক বসবে এটাই নিয়ম । কিন্তু আমরা এতদিন যে পরিষেবা মানুষকে দিয়ে এসেছি , দিদির নির্দেশমতো কাজ করেছি, যা আমরা অতীতেও করেছি বর্তমানে ও করছি আগামী দিনেও মানুষের সাথে মানুষের পাশে থাকব।
Related Articles
স্টীল এক্সপ্রেস স্টপেজ না দেওয়ায় ঝাড়গ্রামের সরডিহাতে রেল অবরোধ বাসিন্দাদের
ঝাড়গ্রাম ৭ ডিসেম্বর:- স্টীল এক্সপ্রেস স্টপেজ না দেওয়ায় সরডিহাতে রেল অবরোধ বাসিন্দাদের।আটকে রয়েছে স্টীল ও জনশতাব্দী এক্সপ্রেস। ঘটনাস্থলে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম এসেছেন।গত রবিবার থেকে খড়্গপুর-ঝাড়গ্রাম শাখার সরডিহায় স্টীল এক্সপ্রেসের স্টপেজ বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে সরডিহা,মানিকপাড়া সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষজনের ক্ষোভ ছড়িয়েছে। এমনিতেই খড়্গপুর-টাটানগর লাইনে লোকাল ট্রেন বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতিতে পুজোর […]
বেহাল রাস্তার সংস্কারের দাবী দেওচড়াইয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
কোচবিহার , ২৪ জুন:- পাকা রাস্তার বেহাল অবস্থা সারানোর দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপাল খাতা এলাকার তুফানগঞ্জ-দিনহাটা যাওয়ার রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা| অভিযোগ, দীর্ঘদিন থেকে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপাল খাতা এলাকার পাকা রাস্তা থেকে পাগলীর ধাম যাওয়ার যে […]
রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে গেলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব।
কলকাতা, ১১ ডিসেম্বর:- রাজ্যপাল জগদীপ ধানখড়ের ডাকে সাড়া দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা শনিবার বিকালে রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন সেকথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকার প্রেক্ষিতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলে টুইট করে জানান রাজ্যপাল। […]