এই মুহূর্তে জেলা

উড়তে থাকা বাজ পাখির মৃত্যুতে আতঙ্কিত মানুষ।

পূর্ব বর্ধমান,১ মে:- আকাশ থেকে হঠাৎ বার্জ পাখি মাটিতে পরে মৃত্যু হওয়ায় করোনা ভাইরাসের আতংকে পূর্ব বর্ধমানের কালনার ধর্মডাঙ্গা গ্রামের মানুষ,ভয়ে কেউ মৃত বাজ পাখিকে সরাচ্ছেন না,।খবর দেওয়া হলো স্থানীয় হাট কালনা গ্রাম পঞ্চায়েতকে, সকালে বাড়ির উঠোনে কয়েকজন মহিলা বিড়ি বাঁধ ছিলেন,তখনই হঠাৎ করে আকাশ থেকে উড়তে থাকা বাজ পাখি বাড়ির উঠোনে পড়ে যায়,ছটফট করতে করতে মুখ থেকে লালা পড়তে থাকে,কয়েক মিনিটের মধ্যে ঐ বাজপাখির মৃত্তু হয়,করণাতেই মৃত্যু হয়েছে পাখির,সেই আতঙ্কে যে যা বাড়িতে ঢুকে যায়।,ভয়ে মরা পাখিটিকে কেউ সরাচ্ছে না, খবর দেওয়া হয় পঞ্চায়েতকে,এমন ভাবে বাজ পাখির মৃত্যু কেউ কোনোদিন দেখিনি তাই তারা করোনা ভাইরাসকেই দায়ী করছেন গ্রামবাসীরা,।

There is no slider selected or the slider was deleted.

https://youtu.be/MHdqGTRAVC0

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.