হাওড়া,১ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে হাওড়ার বালিতে ৫৪নং ওয়ার্ড এলাকায় কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হল সুরক্ষা সামগ্রী। এপ্রিলের মাঝামাঝি ওই এলাকার একটি বহুতলে এক করোনা আক্রান্তের সন্ধান মিলেছিল। এরপরই বালির ফকির পাঠক লেনকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়। আতঙ্ক যাতে না ছড়ায় সেদিকে নজর দিয়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আস্থা ফেরাতে প্রশাসনের উদ্যোগে ওই এলাকায় একাধিকবার স্যানিটাইজেশন করা হয়। শুক্রবার সকালে ওই এলাকায় যেসব স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্য পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন তাঁদের জন্য পিপিই, মাস্ক, হাতের গ্লাভস ইত্যাদি সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। এলাকার তৃণমূল নেতা সমাজসেবী ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়ের উদ্যোগে ৫৪নং ওয়ার্ডে কর্মরত ১১ জন মহিলা স্বাস্থ্যকর্মীর হাতে এদিন ওই সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। ভাস্করবাবু বলেন, আমরা যখন নিরাপদে থাকার জন্য লকডাউনের সময় বাড়িতেই থাকছি, তখন এই স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন রাস্তায় বেরিয়ে। তাই প্রাথমিকভাবে আজ এই সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হল। আগামীদিনেও আরও এরকম উদ্যোগ নেওয়া হবে।