এই মুহূর্তে জেলা

রবিবার থেকে চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরী পরিষেবা।

হুগলি,১ ফেব্রুয়ারি:- দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর অবশেষে রবিবার থেকে চালু হতে চলেছে রিষড়া-খরদহ ফেরী পরিষেবা। গত ২৮শে অক্টোবর বানের তোরে ভেঙে যায় খরদহ এর জেটি , ফলে বন্ধ হয়ে যায় পরিসেবা। রিষড়া থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী পারাপারের একমাত্র এই জেটি বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হয় যাত্রীরা। রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র বলেন পরিবহন দপ্তরে চিঠি দেবার পরমুখ্যমন্ত্রীর অনুপ্রেণায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এর প্রচেষ্টায় , পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর চেষ্টায় ৯৯ লক্ষ টাকা খরচে কাজ টি সম্পন্ন হয়েছে। এই কয়েকমাস বন্ধ থাকার জন্য তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন।ফেরী পরিষেবার পাশাপাশি মানুষের নিরাপত্তার কারণে পরিবহন দপ্তরের নির্দেশে বন্ধ রাখতে বাধ্য হয়েছিল পৌরসভার , আগামীকাল সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ফেরী চলাচল। ফলে স্বভাবতই খুশি যাত্রীরাও।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.