তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- করোনা ভাইরাস নিয়ে সর্বদল বৈঠক যখন পার্লামেন্ট চলছিল সেই সময় ডাকা উচিত ছিল। কিন্তু তখন তিনি তা করেননি আজ শ্রীরামপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স ড্রাইভারদের করোনা প্রতিরোধক পোশাক তাদের হাতে তুলে দিতে এসে এই অভিযোগ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে নিজের চালেই চলেন । ইভেন্ট ম্যানেজমেন্টের ভেরিগুড ম্যানেজার । উনি যখন কথা বলেন তখন নিজের দোষগুলো সুন্দরভাবে কথার মাধ্যমে ঢেকে দেন । তিনি আক্ষেপ করে বলেন গতকাল যেভাবে প্রদীপ জ্বালানোর নামে যত্রতত্র বাজি পোড়ানো হলো তা এক কথায় হতাশ জনক। তিনি বলেন যখন মানুষ ঘরে থেকে করোনার মতো ভয়ানক ব্যাধি মোকাবিলায় ব্যস্ত । তখন একদল মানুষ বাজি পুড়িয়ে উৎসব পালন করলেন । এবং যারা করলেন তারা প্রমাণ করতে চেষ্টা করলেন নরেন্দ্র মোদী কত বড় মহান ব্যক্তি । এদিনের অনুষ্ঠানে বেশকিছু অ্যাম্বুলেন্স ড্রাইভারদের এর হাতে করোনা প্রতিরোধক পোশাক তুলে দেন শ্রীরামপরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।সঙ্গে ছিলেন শ্রীরামপুর পুরসভার পৌরপ্রধান অমিও মুখার্জি এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং।