এই মুহূর্তে জেলা

কন্যাকে খুনের পর নিজেও আত্মঘাতী বাবা। হাওড়ার মালিপাঁচঘড়ায় চাঞ্চল্য।


হাওড়া ১২ অক্টোবর:- এবার শ্বশুরবাড়ির মানসিক নির্যাতনের শিকার জামাই। আর এর জেরে আট বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর নিজেও আত্মঘাতী হয়েছেন তিনি। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায়। বাবা ও কন্যা সন্তানের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে সালকিয়ার শোভন চৌধুরী লেনের বাসিন্দারা। মৃতের স্ত্রী কুসুম রায়,শ্বশুর সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম অভিজিৎ রায় ( ৩৮ ) ও তাঁর কন্যা প্রীতি রায় ( ৮ )।পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের পরিবার সূত্রের খবর, বিভিন্ন কারণে অভিজিৎবাবুর উপরে চাপ দেওয়া হত।

স্ত্রী তাঁর বাপের বাড়ির লোকজনের পক্ষ নিতেন। বেশিরভাগ সময় মেদিনীপুরের ঘাটালে বাপের বাড়িতে গিয়ে থাকতেন। অশান্তি করে বেশ কিছুদিন আগে তিনি বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। অভিজিৎ তাঁকে আনতে গেলেও বাড়ি আসছিলেন না। কয়েকদিন আগে অভিজিৎ মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন। তারপরই সোমবার ভোররাতে ঘটে যায় এই ঘটনা। অনেক পরে ঘটনা জানাজানি হয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। এদিন মৃত্যুর আগে মোবাইলে ভয়েজ কলে অভিজিৎ মেসেজ পাঠিয়ে বলে যান তাঁর এই মৃত্যুর জন্য শ্বশুরমশাই দায়ী। পুলিশের অনুমান, খুব সম্ভবত মেয়েকে গলা টিপে বা দড়ির ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের পর নিজে আত্মঘাতী হয়েছেন অভিজিৎ। ঘটনার তদন্ত চলছে।