এই মুহূর্তে জেলা

তৃণমূল ছাড়া কিছু বুঝি না,দলের জন্যই আমার পরিচিতি-দেবাশিষ মুখার্জী।


হুগলি,১৯ জানুয়ারি:- ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশিষ মুখোপাধ্যায় এর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় তিনি এতটুকু আশংকিত নন। তবে ২০১০- ১১ সালের সেনসাস রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালে ডানকুনিতে ১৯ টি ওয়ার্ড বেড়ে ২১ টি হয়। সেনসাস রিপোর্ট সঠিক ভাবে প্রয়োগ হয় নি বলে তিনি জানান। মহিলা সংরক্ষিত তার ওয়ার্ড টি সঠিক নিয়মে হয় নি, সেটা তিনি ক্ষতিয়ে দেখবেন বলে জানান। তাতে কোনো আক্ষেপ নেই দেবাশিষ বাবুর। দলের উপরই তিনি বিষয় টি ছেড়ে দিয়েছেন। তিনি দলেরই সৈনিক। দলের যদি তাকে কাউন্সিলার হিসাবে দরকার হয় যেখানেই দাঁড় করাক না কেন তিনি জিতবেন বলেও দাবী করেন। পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূল দল ছাড়া কিছু বুঝি না , কারণ দলই আমায় কাউন্সিলার করেছে, দলই ভাইস চেয়ারম্যান করেছে। কারণ দলের জনই মানুষ দেবাশিষ মুখার্জী কে চিনেছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.