এই মুহূর্তে জেলা

উৎসবের মরসুম মিটলেই ডিসেম্বরে হাওড়ায় পুরভোটের সম্ভাবনা।

হাওড়া,২১ সেপ্টেম্বর:- হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬৬টি ওয়ার্ড করা হলো। এই সংক্রান্ত নির্দেশিকা হাওড়া পুরভবনে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভায় ভোট না হওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। মনে করা হচ্ছে এই নির্দেশিকা ভোট প্রক্রিয়া শুরু করার প্রথম পদক্ষেপ। সূত্র মারফৎ খবর উৎসবের মরসুম মিটলেই আগামী ডিসেম্বরে হাওড়ায় পুরভোট হবার সম্ভবনা রয়েছে।

বুধবার এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী জানান, হাওড়ায় পুরভোট কবে হবে কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এটা তাদের এক্তিয়ারের ব্যাপার। তবে, ওয়ার্ড বৃদ্ধি করার ফলে আরও ভালো পরিষেবা নাগরিকরা পাবেন। শিবপুর এবং দক্ষিণ হাওড়ায় ওয়ার্ড সবথেকে বেড়েছে। মধ্য হাওড়া এবং উত্তর হাওড়াতেও অল্প ওয়ার্ড বেড়েছে।