এই মুহূর্তে জেলা

বনধ ঘিরে রণক্ষেত্রের রূপ নিল মালদহের কালিয়াচক থানার সুজাপুর এলাকা।


 

মালদা,৮ জানুয়ারি:-  বনধ ঘিরে রণক্ষেত্রের রূপ নিল মালদহের কালিয়াচক থানার সুজাপুর এলাকা। রাস্তা অবরোধ এবং গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাল সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। জানা গেছে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। বন্ধ ঘিরে এদিন সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় সুজাপুর এলাকা ।৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বনধ সমর্থনকারীরা। পুলিশ বন্ধ উঠাতে গেলে শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল। উত্তেজিত বনধ সমর্থনকারীরা এরপরই গাড়িতে ভাঙচুর এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। রণক্ষেত্রের আকার নেয় গোটা সুজাপুর এলাকা। প্রায় ৩-৪ ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.