এই মুহূর্তে জেলা

নাম না করে প্রাক্তন মন্ত্রী রাজীবকে আক্রমণ কল্যাণের।


হাওড়া, ১৯ মে:- আবারও ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে আক্রমণ বর্তমান বিধায়কের। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসে নাম না করে হাওড়ার ডোমজুড় কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ। এদিন হাওড়ার ডোমজুড়ে একটি রাস্তার শিলান্যাস করতে আসেন কল্যাণ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তা চলার অনুপযোগী হয়ে পড়েছিল। দীর্ঘ দশ বছর দিদির দয়ায় এই এলাকায় মন্ত্রী থাকার পরও এখানকার মানুষ চলতে পারছেন না।

একটু বৃষ্টি হলেই ঘরে জল জমে যায়”। এদিন তৃণমূল সভাপতি বলেন, “আমি একবছর এখানে নির্বাচিত হয়েছি। এই রাস্তা ঠিক করার জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি। এবার এই রাস্তা নির্মাণ হবে। আগামী দশ বছরেও রাস্তার কোনো ক্ষতি হবেনা”। তিনি এদিন আরও বলেন, এই রাস্তা তৈরির ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলেছেন। এরপর রাস্তা তৈরির অনুমোদন হয়। এক কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে।“ প্রসঙ্গত এদিন দুপুরে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ ইজতেমা ময়দান থেকে এনএইচ ৬ লালবাড়ির ভায়া নজরুল সেতু রাস্তার পুনঃনির্মাণ এর সূচনা করেন। হাওড়া উন্নয়ন সংস্থার ( এইচআইটি ) উদ্যোগে এই রাস্তা নির্মাণ হবে।