এই মুহূর্তে জেলা

প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের ঘটনায় এবারে পথে নামলো ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা।

হুগলি,৪ ডিসেম্বর:- তেলেঙ্গানায় তরুণী চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের ঘটনায় এবারে পথে নামলো ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা।এদিন হুগলির সদর শহর চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে প্রিয়াঙ্কা রেড্ডীর ছবি সহ প্রতিবাদী পোস্টার হাতে অবস্থানে বসলো মহিলা মোর্চার সদস্যারা।তাদের অবস্থানে ছিলেন জেলার সভাপতি সুবীর নাগও।তাদের দাবি শুধু তেলেঙ্গানা বা ঝাড়খন্ড নয়, ভারতের প্রতিটি প্রান্তে প্রতি মুহূর্তে ঘটা নারী নির্যাতন এ অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি র ও দাবি তোলেন তারা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.