হাওড়া,৪ ডিসেম্বর:- অবিলম্বে পুরভোট করানো সহ বেশ কয়েক দফা দাবিতে হাওড়া কর্পোরেশন ঘেরাও অভিযান করল ডিওয়াইএফআই। বুধবার দুপুরে ডিওয়াইএফআই কর্মীরা প্রথমে জেলা যুব অফিসের সামনে জমায়েত হন। এরপর মিছিল করে তারা পুরসভার সামনে এলে পুলিশ কিছুটা আগেই ব্যারিকেড করে তাদের আটকায়। এ সময় পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এরপর আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে শ্লোগান দিতে থাকেন। পরে ডিওয়াইএফআই এর তরফে হাওড়া জেলার এক প্রতিনিধি দল পুরসভায় গিয়ে ডেপুটেশন দেন। এদিন আন্দোলনকারীদের আটকাতে পুলিশ আগাম প্রস্তুতি নিয়েছিল।
র্যাফ, কমব্যাট ফোর্স, রোবোকপ থেকে শুরু করে জলকামান সবই প্রস্তুত রাখা হয়েছিল। ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও। যদিও এদিন বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি। ডিওয়াইএফআই হাওড়া জেলা নেতৃত্বের দাবি ১) অবিলম্বে পুরভোট করাতে হবে। ২) পুরসভার ৪১৯ জন ছাঁটাই কর্মীদের স্থায়ীভাবে পুনর্নিয়োগ করতে হবে। ৩) সাড়ে ৩ হাজার শূন্যপদে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। ৪) ডেঙ্গি প্রতিরোধে পুরসভাকে ব্যবস্থা নিতে হবে। ৫) চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পরিবর্তে স্থায়ী নিয়োগ করতে হবে। ৫) বেহাল পুর পরিষেবা ফেরাতে হবে।