হুগলি,৪ ডিসেম্বর:- বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি উপভোক্তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল। বুধবার সকালে বৈদ্যবাটির ৪ নম্বর ওয়ার্ডে ১০২ জন উপভোক্তার হাতে লাইফ সার্টিফিকেট তুলে দেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত ভাতা কয়েক বছর ধরে বন্ধ করে দিলেও রাজ্য সরকার । কিন্তু অসহায়দের কথা ভেবে ভাতা চালু রেখেছে । প্রতি ওয়ার্ড এ ক্যাম্প চলছে বৈদ্যবাটি পৌরসভায়। নতুন করে বিধবা ।ভাতা,বার্ধক্য ভাতা যাদের আছে নতুন করে আধার কার্ড,ভোটার কার্ড জমা নেওয়া চলছে সামনেই শীতের মরসুম , উপহার হিসাবে শীতকালীন বস্ত্রও তাদের হাতে তুলে দেন সুবীর বাবু।