জয়,১০ এপ্রিল:- বাজলো তোমার আলোর বেনু । লাইন টা প্রানের উৎসব দুর্গা পূজার সাথে যুক্ত বাঙ্গালীর সেরা উৎসব।আজ করোনা নামক এক মহামারী তাকে গ্রাস করতে বসেছে।জানি না শেষ টা কি হবে। কিন্তু বাঙ্গালীর ১লা বৈশাখে থেকেই আস্তে আস্তে যার প্রভাব পুরো কলকাতা শহর উপভোগ করতে শুরু করে। আজ তা বিশ বায়ো জলে।কলকাতার বড়ো থেকে ছোট পূজো কমিটি গুলি এই দিনেই তাদের ব্যানার উন্মোচন করে,ঠাকুর বায়না দিতে ছুটে যায় পাল পাড়ায়। কিন্তু কোথায় আজ সেই সব তোড়জোড়। কিছুই নেই। তাহলে কি মহামারী গ্রাস করলো এই উৎসব কে। আজ সেই উত্তর কারো কাছে জানা নেই। তাই হটাৎ মোবাইলে ফোন book টা উপর নিচে করতে করতে যে নাম টা সামনে এলো ফোন করে জানতে চাইলাম। ও রিন্টু দা কি হবে গো।
রিন্টু দাস কলকাতার পুজোর সারা জাগানো নাম। তার কথায় আমার মতোন পূজো পাগল কোথায় যেন সামান্য অক্সসিজেন পেলো। রিন্টু দা কে জিজ্ঞাসা করাতে তিনি বলেন এবার পূজো আমার কাছে চ্যালেঞ্জ।আমি কত বড় শিল্পী তার প্রমান হবে এই পুজোতে। সব চেয়ে কম বাজেট এ তৈরি হবে সেরা মণ্ডপ। কিন্তু বাজেট কম করতে ভরসা কম দামের ম্যাটেরিয়াল।তাই সেটাই এবার চমক। তিনি বলেছেন।আমি কমিটি গুলোকে বলেছি যা বাজেট দেবে আমি তাই দিয়ে সেরা শিল্প উপহার দেব। শুধু তাই না। গ্রামগঞ্জের থেকে শ্রমিক নিয়ে আসবো যাতে তাদের হাতে কিছু টাকা তুলে দেওয়া যায়। যদি সম্ভব হয় আমার পারিশ্রমিক নেব না। তবু সেরা পূজো করবো। সেরা তুমি রিন্টু দা।কলকাতার পূজো হবে কি হবে না জানি না।তোমার ভাবনায় আজ বুকে আসে বল। আজ কলকাতার পূজোতে তোমার মত যদি সবাই ভাবে তাহলে কোনো মহামারী আমাদের গ্রাস করতে পারবে না।Related Articles
করোনার বিধি-নিষেধকে উপেক্ষা করেই শাসক দলের মনোনয়ন চন্দননগরে।
সুদীপ দাস, ৩ জানুয়ারি:- করোনার প্রকোপ থেকে চন্দননগরকে বাঁচাতে বন্ধ হোক অকাল পৌরভোট, দাবী চন্দননগর নাগরিকবৃন্দের! সোমবার সাত-সকালে এই পোষ্টারে ছয়লাপ গোটা চন্দননগর শহর। চন্দননগরের বুকে বিভিন্ন রাজনৈতিক দলের পুরনো ব্যানারের উপর এই পোষ্টার পরেছে। যা নিয়ে সরগরম এই শহর। প্রসঙ্গত আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমের নির্বাচন। আর আজ থেকে কোভিড বিধি নিয়ে পুনরায় কড়াকড়ি […]
কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্র।
কলকাতা, ১৯ মে:- অবশেষে কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। জুট কমিশনের দফতর থেকে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে বাজারের বর্তমান অবস্থা ও কাঁচা পাটের যোগান পর্যালোচনা করেই এই সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করা হল। বিজেপি সাংসদ অর্জুন সিং কাঁচা […]
চার বিধানসভা উপনির্বাচনে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ১৮ জুন:- আসন্ন চার বিধানসভা উপনির্বাচনে আগামী ২৬ শে জুন থেকে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এই চার বিধানসভা উপনির্বাচনে মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যার মধ্যে চারটি জায়গায় দুই কোম্পানি করে মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে স্ট্রংরুমের জন্য। বাকি ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে […]