নদিয়া, ৮ ফেব্রুয়ারি:- পুরোনো শাড়ি থেকে নতুন শাড়ি। দীর্ঘদিন ধরে নদিয়া জেলার গোবিন্দপুর, তাহেরপুর এবং বীরনগর এলাকায় রমরমিয়ে চলছে পুরোনো শাড়ি কিনে তা রিপু করে মারজাল দিয়ে নতুন শাড়ি হিসেবে বাজারে বিক্রি হচ্ছে। এসব শাড়ি মুলত রাজ্যের বাইরে পারি দিচ্ছে। একদিকে গরীব মানুষের পড়নের জন্য অল্প মুল্যে এইসব শাড়ি স্টিকার মেরে কলকাতা সহ অন্যন্য জায়গায় চলে যাচ্ছে। দেখে শুনে প্রশাসন নিশ্চুপ।
এককথায় এইসব শাড়ির নাম কার্গিল শাড়ি নামেপরিচিত। তবে কলকাতা বা ভিন্ন রাজ্যের কোন শাড়ির দোকান থেকে নতুন শাড়ি হিসেবে এই কার্গিল শাড়ি কিনে ক্রেতারা ঠকেন। আজও পর্জন্ত এই শাড়ির ব্যবসা বন্ধ করতে পারেননি পুলিশ প্রশাসন। অন্যদিকে শাড়ি ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা বার বার সরব হলেও কাজের কাজ কিছুই হয় নি।ফলে মার খাচ্ছে নদিয়ার শাড়ির তৈরীর শিল্পী থেকে ব্যবসায়ীরা।