কলকাতা,২৬ মার্চ:- অন্য দিনের মতো আজও মুখ্যমন্ত্রী রাস্তায় রাস্তায় বের হন। জিনিসপত্রের জোগান ঠিক আছে কিনা দেখতে এবার তিনি ধর্মতলা এলাকার জানবাজারে জান।সেখানে তাকে কিছু পরামর্শ দিতে দেখা যায়।এরপরই তিনি রাস্তা থেকেই একটি ইঁটের টুকরো পেয়ে যান।রাস্তার ওপরেই নিজেই হাতে ইট দিয়ে গোল গোল দাগ কাটেন।এবং বলে দিলেন রাস্তায় কীভাবে ক্রেতারা দাঁড়াবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দৃশ্য দেখে হতবাক তার সাথে থাকা লোকজনও।একেবারে রাস্তায় তার এই কাজের ভিডিও মুহুর্তে মধ্যে ভাইরাল হয়।কট্টর বিরোধীও মনে মনে একবার বলে ওঠেন বাঃ দিদি বাঃ।









