নদীয়া,২৬ মার্চ:- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে লকডাউন চলছে,প্রতিদিন-এর মতো আজ ও আমজনতাকে ঘরে ঢুকাতে এবং নিত্য প্রিয়জনের জিনিস পত্র-এর দাম সঠিক রাখতে মুদিখানা, সব্জি, তেলের দোকান সহ বিভিন্ন জায়গার পাশাপাশি জমায়েতকে বন্ধ করার জন্য, নদীয়ার হরিণঘাটা ব্লক, পৌরসভার বিভিন্ন এলাকা শহর, বিভিন্ন বাজারে এবং গ্রামের অলি গলিতে বাড়ি বাড়ি গুলিতে হানা দিলেন, কল্যাণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবাশীষ মন্ডল | সঙ্গে ছিল হরিণঘাটা থানা পুলিশ বাহিনী | হরিণঘাটার শহর, নগরউখরা, র বাজার, ঝিকরা বাজার, দিঘল গ্রাম, ফতে পুর, দত্ত পাড়া সহ বহু জায়গায় হানা দিয়ে আজ মানুষকে ছত্রভঙ্গ করে দিলেন এবং মানুষ যাতে জমায়েত না করে তার জন্য সচেতন করলেন | যেহেতু পাশে উত্তর ২৪ পরগনার হাবড়া তে এক জন করেনা আক্রান্ত হয়েছে, তাই নদিয়ার হরিণঘাটা ব্লকের প্রতিটা মানুষ কে লক ডাউন এর মাধ্যমে ঘরের ভেতরে রাখাই মূল লক্ষ্য |