হুগলি, ১১ মার্চ:- প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করা হল ব্যাংক ম্যানেজার ও তার এক কর্মীকে। ভদ্রেশ্বর এর চৌমাথায় রাস্ট্রায়ত্ত ব্যাংক ইউকো ব্যাংকের প্রায় ২০ জন গ্রাহকদের এফ ডি থেকে কারসাজি করে তাদের সঞ্চিত অর্থ আত্মসাৎ করে নেয় ব্যাংক ম্যানেজার সৌমিত্র মির্ধা ও ব্যাংক কর্মচারী সৌরভ বিশ্বাস।বেশ কদিন ধরে গ্রাহকেরা ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ করে আসছিল ইউকো ব্যাংকের অভিযুক্ত দুজনের বিরুদ্ধে।
ঘটনার পর তারা পালিয়ে যায়।নতুন ম্যানেজার যোগ দেয়। অভিযোগ পেয়ে থানার আই সি কৌশিক ব্যানার্জির নির্দেশে এস আই বিশ্বজিৎ রায় এই ঘটনার তদন্তে নামে। শুক্রবার ভোরবেলা গোপন সুত্রে খবর পেয়ে বিশ্বজিৎ বাবু ও তার দলবল হানা দেয় বৈদ্যবাটিতে ব্যাংক ম্যানেজারের বাড়িতে। অন্যদিকে ব্যাংক কর্মচারী সৌরভকে চন্দননগরের বাড়ি থেকে মোট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। দুজনকে চন্দননগর আদালতে তোলা হলে বিচারক পাচ দিনের রিমান্ডের নির্দেশ দেন।