বাঁকুড়া,২২ জানুয়ারি:- বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের ফতেডাঙ্গাতে ভেঙ্গে পড়ল একটি পিএইচ ই এর পানীয় জলের ট্যাংক। স্থানীয় বাসিন্দারা প্রথমে কিছু শব্দ শুনতে পায়। শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন জলের ট্যাংকিতে ফাটল দেখা যাচ্ছে।প্রায় তিন ঘন্টার পরে ট্যাংকিটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গড়গড়্যা অঞ্চল এবং বিক্রমপুর অঞ্চলের বেশ কিছু এলাকার মানুষ এই জলের ট্যাংক থেকে পানীয় জল পেতেন। এর ফলে সমস্যায় পড়বেন এলাকাবাসী। এই জলের ট্যাংক ভাঙার পেছনে যারা দায়ি তাদের শাস্তির দাবি করে এলাকাবাসী।