ব্যারাকপুরঃ , ২৬ মার্চ:- তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় তাতে বোঝা যাচ্ছে উনি বাংলাকে অশান্ত করার পরিকল্পনা নিয়েছেন। শুক্রবার সকালে ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ছেলে পবন সিংয়ের হয়ে প্রচারে অংশ নিয়ে এমটাই মন্তব্য করলেন সাংসদ অর্জুন সিং। সাংসদের অভিযোগ,মুখ্যমন্ত্রী বাংলাকে অশান্ত করার সমস্ত পরিকল্পনা নিয়েছেন নিয়েছেন। যাতে বাংলাকে অশান্ত করে আসন্ন বিধানসভা নির্বাচনে ফয়দা তুলতে পারেন। কিন্তু উনার সেই প্রয়াস কখনোই সফল হবে না। কেননা বাংলার মানুষ উনার সঙ্গে নেই।
সাংসদের দাবি এবার দু’শোরও বেশি আসন নিয়ে বিজেপি বাংলার মসনদে বসবে। মাথায় টিপ পড়া ও গায়ে গেরুয়া বস্ত্র পরা লোকজনই বাংলাকে বাঁচাবে,যা আগামী দিনে বাংলার মানুষ দেখতে পাবে। এদিন গোলঘর পানিট্যাঙ্কি মোড়ের বজরংবলী মন্দিরে পুজো দিয়ে ১৩ নম্বর ওয়ার্ডের সর্বত্র ভোট প্রচার সারলেন ভাটপাড়ার বিজেপি প্রার্থী তথা অর্জুন পুত্র পবন সিং। এদিন ভোট প্রচারে ছেলের হয়ে বাড়ি বাড়ি প্রচারে সামিল হয়েছিলেন সাংসদ অর্জুন সিং। এদিনের ভোট প্রচারে সামিল হয়েছিলেন ভাটপাড়া মন্ডল ১ ও ২ এর সভাপতি যথাক্রমে সোহন প্রসাদ চৌধুরী ও যুব নেতা অরুন সাউ।