কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- রাজ্য জুড়ে ভয়াভয় আকার ধারণ করেছে ডেঙ্গু। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু আক্রান্ত ও ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন । নির্দেশ দিয়েছে পৌরসভা গুলিকে ডেঙ্গু নিধনে সদর্থক ব্যবস্থা নিতে। এমত অবস্থায় ডেঙ্গু নিয়ে রাজ্যের স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০ জনের বিধায়ক দল কে নিয়ে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিতে গেলে তাদের গেটের বাইরেই পুলিশ আটকে দেয়। পুলিশের সাথে বেশ কিছুক্ষণ বচসার পর স্থান ছাড়েন শুভেন্দু। গেটের বাইরে বিক্ষোভের সময় শুভেন্দু জানান রাজ্য সরকার ভয়ে কেন্দ্রীয় সরকারকে কোনো রিপোর্ট দিচ্ছে না, সারা রাজ্য জুড়ে প্রায় ১০ লক্ষ লোক ডেঙ্গুতে আক্রান্ত।