পশ্চিম মেদিনীপুর , ২৬ মার্চ:- শুক্রবার দাসপুর থানার বেলেঘাটা এলাকায় দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী মমতা ভূঁইয়ার ও ঘাটাল বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী শংকর দোলাই এর সমর্থনে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে বিজেপকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন বর্তমান বিজেপির মতো শয়তান দল সারা পৃথিবীতে নেই। বিজেপি হার্মাদদের দল। হায়দ্রাবাদ থেকে কিছু গদ্দার এসেছেন তারা বাংলা জুড়ে অশান্তি পাকাচ্ছে। তিনি তার ভাষণে আরো বলেন যে জিতলে কৃষকদের দশ হাজার টাকা দেওয়া হবে। প্রতিবছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দশ হাজার করে টাকা দেওয়া হবে। তিনি বলেন বন্দুকের বদলে বন্দুক চালানো আমার রাজনীতি নয়। আমরা বাংলার মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছি। ক্ষমতায় এলে ঘরে ঘরে রেশন পৌঁছে দিব। ৪০ লক্ষ বাড়ি দিয়েছি, আরো ৩০ লক্ষ বাড়ি দেব।বাংলায় অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হয়েছে, আগামী দিনে আরো হব। ৪৬ হাজার কিমি রাস্তা করে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ সাংসদ হয়ে মানুষকে কিছু দেয়নি এবং তার সাংসদ এলাকার কোনো কাজ করেনি বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। সেইসঙ্গে তিনি বলেন সারা দেশ জুড়ে কৃষজ আন্দোলন চলছে।
কৃষকরা হরিয়ানার সিন্ধুতে বসে আছে। কৃষকরা রাস্তায় যাতে না বেরোতে পারে তাই পেরেক পুঁতে দেওয়া হয়েছে।আপনারা জানেন যীশু কে কীভাবে নির্যাতন করা হয়েছিল। আর আজকে যাতে কৃষকরা রাস্তায় বেরোতে না পারেন তার জন্য রাস্তায় পেরেক পুঁতে দেওয়া হয়েছে। আর নানা রকম নির্যাতন করছে নরেন্দ্র মোদির হোঁদল কুতকুতের সরকার। শুক্রবার দাসপুরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন আপনারা জানেন ওরা নারীবিদ্বেষী, মহিলাদের যা তা করে গালি দেয়, এমনকি মা দুর্গা কেও গালি দেয়। এছাড়াও বীরসা মুন্ডা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ সম্পর্কেও বেশ কিছু মন্তব্য করেন এদিন। সেল্ফ হেল্প গ্রুপে আমার এক কোটি ছেলেমেয়ে রয়েছে অনেক কাজ করে তারা।তিনি বলেন আরও দশ লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হবে এবং তাদের পঁচিশ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে। যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না যা পয়সাকড়ি পায় তা সংসারের জন্য খরচ করে দেয়।এখন আর ঘরে লক্ষ্মীর ভাড়ার বলে কিছু নেই সেটাও নোটবন্দি করে নরেন্দ্র মোদি নিয়ে নিয়েছে।
তাই আমরা একটা সামাজিক সুরক্ষা প্রকল্পের পরিকল্পনা করেছি যেখানে বাড়ি বাড়ি মহিলাদের জন্য একটি লক্ষ্মীর ভান্ডার থাকবে সেখানে আমরা মহিলাদের হাত খরচের জন্য পাঁচশ টাকা করে দেব, আর শিডিউল কাস্ট দের মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানালেন শুক্রবার দাসপুরের জনসভায় এসে বিজেপি সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করেন। সেইসঙ্গে রাজ্য সরকারের উন্নয়ন ও নতুন প্রকল্পের কথা তুলে ধরলেন তিনি এদিন। দাসপুরের সভা শেষ করে চন্দ্র কোনার ঝাঁকরা এলাকায় চন্দ্রকোনার তৃনমূলের প্রার্থী অরূপ ধাড়ার সমর্থনে এক নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। এরপর ডেবরার তৃনমূলের প্রার্থী হুমায়ুন কবীর এর সমর্থনে ডেবরা থানার বালিচক এলাকায় তিনি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। ওই তিনটি সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুলে ভোট দেওয়ার তিনি এ আহ্বান জানান। সেই সঙ্গে বিজেপিকে বাংলা থেকে তিনি উৎখাত করার ডাক দেন।