হাওড়া , ১৮ নভেম্বর:- বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরের কৈপুকুর এলাকায়। মৃতরা হলেন প্রদ্যুৎ বসু (৭৫) ও গোপা বসু (৭০)। তাঁদের ৪২ বছর বয়সী ছেলে শুভজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ওই দম্পতিকে তাঁরা দেখতে পাননি। এমনকি তাঁদের ছেলেকেও দেখা যাচ্ছিল না কয়েকদিন ধরে। দু-এক দিন ধরে বন্ধ ঘরের ভিতর থেকে গন্ধ ছড়িয়ে পড়ে। আজ সকালে দুর্গন্ধ ক্রমশ প্রকট হয়। স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা শিবপুর থানায় খবর দেন। পুলিশ গিয়ে পৌঁছায় সেখানে। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। ছেলেকে প্রথমে পুলিশ আটক করে। পরে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুভজিৎ উচ্চশিক্ষিত হয়েও কর্মহীন ছিলেন। অনুমান সেই অবসাদ থেকে বাবা-মাকে হত্যার পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Related Articles
মহিলাদের ওপরে নির্যাতন ইস্যুতে বিজেপির মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা ৭ ফেব্রুয়ারি:- মঙ্গলবারের পর বুধবার। রাজ্যে মহিলাদের ওপরে নির্যাতন ইস্যুতে বিজেপির আনা নিয়ে মুলতুবি প্রস্তাবকে কেন্দ্র করে এদিন রাজ্য বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। সভার প্রথমার্ধে ওই মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। মুলতুবি প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তিনি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার অনুমতি দেননি। এরপরই বিধানসভায় […]
নিখোঁজ বালক , চাঞ্চল্য হাওড়ার বালিতে।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- বছর দশেকের এক বালক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি থানা এলাকায়। ঘটনাটি ঘটে বালির শিবু চক্রবর্তী লেনে। পরিবার সূত্রে খবর, নিখোঁজ ওই বালকের নাম নীরজ দাস (১০)। গত রবিবার সন্ধ্যে থেকে নিখোঁজ হয় সে। বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। লিখিত অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বালি […]
সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত।
কলকাতা, ২ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমদফতর এবার সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ন্যূনতম মজুরি সংক্রান্ত বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে রাজ্যের সংগঠিত ক্ষেত্রের প্রায় ১ কোটি শ্রমিক এই বেতনবৃদ্ধির সুযোগ পেতে চলেছেন। চলতি বছরের পুজোর আগেই […]